সিনিয়র করেসপনডেন্ট, নাটোর:
নাটোরে ধর্ষণ চেষ্টার অভিযোগে শামসুল আলম (৫২) নামে একজনকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (১৭ মে) সকাল ১১টার দিকে সদর উপজেলার দুর্গাবাহারপুর এলাকা থেকে তাকে আটক করা হয়।
সদর থানার উপ-পুলিশ পরিদর্শক সেলিম হোসেন জানান, বাড়িতে কেউ না থাকার সুযোগে পাশের বাড়ির এক নারীকে ডেকে নেয় শামসুল আলম। পরে ওই নারীকে কুপ্রস্তাবসহ পাঁচ হাজার টাকা দেবার লোভ দেখায় সে। তাতে ওই নারী রাজি না হলে শামসুল তাকে জোর করে জাপটে ধরে ঘরে নেবার চেষ্টা করে। এ সময় ঐ নারীর চিৎকারে স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে শামসুলকে আটক করে পুলিশে খবর দেয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শামসুলকে থানায় নিয়ে আসে। এ ঘটনায় শামসুলকে আসামি করে থানায় একটি ধর্ষণ চেষ্টার মামলা দায়ের করেছেন ভুক্তভোগী।
/এসএইচ
Leave a reply