আকস্মিক ধুলি ঝড়ে বিপর্যস্ত সৌদি আরবের রাজধানী রিয়াদ। রিয়াদ ছাড়াও দেশটির অন্যান্য শহরেও আঘাত হেনেছে ধুলিঝড়। তবে বিমান চলাচল এখনও স্বাভাবিক আছে দেশটিতে। বৈরী আবহাওয়ার কারণে এখন পর্যন্ত কোনো ফ্লাইট বিলম্ব অথবা বাতিলের ঘোষণা দেয়নি সৌদির বিমান পরিবহন কর্তৃপক্ষ। খবর এএফপির।
মঙ্গলবার (১৭ মে) প্রকাশিত এক প্রতিবেদনে এএফপি জানিয়েছে, ধুলিঝড় ও ঘন কুয়াশার কারণে মাত্র কয়েকশ’ গজ দূর থেকেও প্রায় দেখা যাচ্ছে না রিয়াদের কিংডম সেন্টারের মতো দৃষ্টিনন্দন স্থাপনাগুলো।
সৌদির আবহাওয়া অধিদফতর এক পূর্বাভাসে জানিয়েছে, দেশের পূর্বাঞ্চল এবং রাজধানী রিয়াদে ধুলি ঝড়ের কারণে দৃষ্টিশক্তি হ্রাস পেতে পারে।
পূর্বাভাস অনুযায়ী, পবিত্র মক্কা ও মদিনার পশ্চিমেও ধুলিঝড়ের কারণে বিরূপ পরিস্থিতি সৃষ্টি হতে পারে। দৃষ্টিসীমা কমে যাওয়ায় রিয়াদের হাইওয়েগুলোতে ট্রাফিক আইন মেনে চলতে নির্দেশ দেয়া হয়েছে চালকদের।
/এসএইচ
Leave a reply