ভারত থেকে জোর করে রোহিঙ্গারা বাংলাদেশে প্রবেশ করছে। এ ঘটনায় ঢাকা উদ্বিগ্ন বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।
মঙ্গলবার (১৭ মে) দুপুরে মন্ত্রণালয়ে সাংবাদিকদের তিনি আরও বলেন, চলতি মাসের শেষে ভারতের গোহাটিতে নদী সম্মেলনে যোগ দেবার কথা রয়েছে। পরে দিল্লিতে রয়েছে দ্বিপাক্ষিক বৈঠক। সেখানে উভয় দেশের ইস্যুগুলো নিয়ে কথা হবে বলে জানান পররাষ্ট্রমন্ত্রী।
এদিকে, ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামীও জানিয়েছেন, আগামী ৩০ মে দিল্লিতে পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে জেসিসি বৈঠক অনুষ্ঠিত হবে। মঙ্গলবার (১৭ মে) দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সৌজন্য সাক্ষাতে যান ভারতীয় হাইকমিশনার। সাক্ষাৎ শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।
/এমএন
Leave a reply