স্ত্রীর দায়ের করা মামলায় কারাগারে সহকারী কর কমিশনার

|

সহকারী কর কমিশনার রাজীব রানা মল্লিককে কারাগারে পাঠিয়েছে চট্টগ্রামের একটি আদালত।

চট্টগ্রাম ব্যুরো:

স্ত্রীর দায়ের করা যৌতুক মামলায় রাজীব রানা মল্লিক নামে এক সহকারী কর কমিশনারকে কারাগারে পাঠিয়েছে চট্টগ্রামের একটি আদালত।

মঙ্গলবার (১৭ মে) দুপুরে দু’পক্ষের শুনানি শেষে ওই কর কর্মকর্তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয় মেট্রো পলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল দেবের আদালত। ঢাকা কর অঞ্চলে কর্মরত রাজীব নানা মল্লিকের বাড়ি বাঁশখালী উপজেলার গুনাগরি এলাকায়।

মামলার এজহার থেকে জানা যায়, ২০১০ সালে রাউজানের মোহাম্মদপুর ইউনিয়নের মৃত রবীন্দ্র লাল মুহুরীর মেয়ে প্রিয়া মুহুরীকে পারিবারিকভাবে বিয়ে করেন রাজীব। বিয়ের কিছুদিন পর থেকেই নানা প্রয়োজনের কথা বলে প্রায়ই যৌতুক দাবি করেন রাজীব, এজহারে এমন অভিযোগ করেন পেশায় স্কুল শিক্ষিকা প্রিয়া মল্লিক।

এর মধ্যে গত ৪ মার্চ আবারও ৫ লাখ টাকার জন্য চাপ সৃষ্টি করে শারীরিক এবং মানসিক নির্যাতন করেন রাজীব- এমন অভিযোগে ৬ মার্চ আদালতে মামলা করেন প্রিয়া। পরে আদালত ওই কর্মকর্তার বিরুদ্ধে সমন জারি করেন।

মঙ্গলবার ধার্য্য তারিখে আদালতে উপস্থিত হয়ে জামিন চান রাজীব। দুই পক্ষের শুনানি শেষে, জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠান আদালত।

/এসএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply