বাংলাদেশ ছাত্রলীগের ২৯তম জাতীয় সম্মেলন আজ শুক্রবার। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বিকাল ৩টায় দুই দিনব্যাপী এ সম্মেলন শুরু হবে। সম্মেলন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
ছাত্রলীগের সম্মেলনকে সফল করতে এরই মধ্যে সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। সম্মেলন স্থলকে নান্দনিকভাবে সাজানো হয়েছে।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাত্রলীগের নেতৃত্ব নির্বাচনে প্রয়োজনীয় নির্দেশনা দেবেন।
জানা গেছে, এই সম্মেলনে ছাত্রলীগের শীর্ষ দুই পদে ৩২৩ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। পদপ্রত্যাশীদের যাবতীয় তথ্য যাচাই করা হচ্ছে।
ছাত্রলীগের সাংগঠনিক নেত্রী হিসেবে আওয়ামী লীগ সভাপতি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা চূড়ান্ত সিদ্ধান্ত দেবেন।
Leave a reply