চট্টগ্রাম ব্যুরো:
এক সময় চট্টগ্রাম শহরে পার্বত্য অঞ্চলের শিক্ষার্থীদের একমাত্র ঠিকানা ছিল নগরীর পাথরঘাটা বান্ডেল রোডের উপজাতীয় ছাত্রাবাস। দীর্ঘদিন সংস্কারের অভাবে এখন সেটির জীর্ণদশা। দেখে মনে হয় যেন পরিত্যক্ত কোনো ভবন। ছাত্রাবাসটির ৬ কক্ষের মধ্যে দুটি বসবাসের অযোগ্য হওয়ায় কক্ষ ছেড়েছেন কিছু আদিবাসী শিক্ষার্থী। ঝুঁকি জেনেও রয়ে গেছেন আরও অন্তত ১৫ জন।
এ বিষয়ে শিক্ষার্থীদের অভিযোগ, ভবনটি বসবাসের অযোগ্য হয়ে পড়েছে। পলেস্তরা খসে বেরিয়ে এসেছে ভঙ্গুর রড, সিলিং বেয়ে পড়ছে পানি। এর আগে নিজেরা চাঁদা তুলে মেরামত করা হয়েছিল কিছুটা। কিন্তু দ্রুত মেরামতের উদ্যোগ না নিলে যেকোনো সময় ঘটে যেতে পারে বড় ধরনের দুর্ঘটনা।
চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার প্রকাশ কান্তি চৌধুরী বলেন, সম্প্রতি আমাদের একটি দল ছাত্রাবাসটি সংস্কারের জন্য পরিদর্শন করেছে। পুরোনো স্থাপনা ভেঙে এখানে জায়গা অনুযায়ী বড় ধরনের স্থাপনা তৈরি করা যেতে পারে। হোস্টেল ছাড়াও কিছু অংশ অন্য কাজে ব্যবহার করা যেতে পারে বলে জানান তিনি।
এটিএম/
Leave a reply