২ জেলায় কালবৈশাখি ঝড়ে ৮ জনের মৃত্যু

|

নীলফামারী ও নেত্রকোণায় কালবৈশাখি ঝড়ে ৮ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে নীলফামারীতেই মারা গেছেন ৭ জন।

গতকাল মধ্যরাত থেকে কয়েক দফা ঝড়ে হতাহতের এই ঘটনা। নীলফামারীর জলঢাকা উপজেলার ধর্মতালয় ঝড়ে ঘরচাপায় মা ও তিনমাস বয়সী মেয়ের মৃত্যু হয়েছে। একই উপজেলার মীরগঞ্জে গাছ চাপায় মারা গেছেন আরও একজন। ডোমারের চিলাহাটিতে ঘরচাপায় প্রাণ গেছে তিনজনের। এছাড়া, ঝড়ের তাণ্ডব দেখে হৃদযন্ত্রে ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন একজন।

এদিকে, কালবৈশাখি ঝড়ে নেত্রকোণার সদরের কয়েকটি এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ঘরচাপায় নিহত হয়েছেন একজন। আহত হয়েছেন দেড়শতাধিক।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply