ইরাকের পার্লামেন্ট নির্বাচনের ভোটগ্রহণ চলছে

|

Image processed by CodeCarvings Piczard ### FREE Community Edition ### on 2018-05-11 18:34:34Z | | áÒ

আইএস’কে নির্মূলের পর ইরাকের আজ প্রথম পার্লামেন্ট নির্বাচন। স্থানীয় সময় সকাল ৭টা থেকে শুরু হওয়া ভোটাভুটি চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত।
সন্ত্রাসী হামলা ও সাম্প্রদায়িকতা ভুলে জনসাধারণকে ভোটকেন্দ্রে আসার আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট ফুয়াদ মাসূম। পার্লামেন্টের ৩২৯ আসনের জন্য লড়ছেন ৭ হাজার প্রার্থী। এদেরমধ্যে, প্রধানমন্ত্রী হায়দার আল আবাদি, সাবেক প্রধানমন্ত্রী নূর-ই-আল-মালিকী এবং শিয়া নেতা মুক্তাদা আল সদর হেভিওয়েট প্রার্থী। দেশের দুই কোটি ২০ লাখের বেশি মানুষ প্রয়োগ করবেন ভোটাধিকার।

এরইমধ্যে, নিরাপত্তা বাহিনীর ৮০ শতাংশ সদস্য ও তাদের পরিবার আগাম ভোট দিয়েছেন। ভোটগ্রহণ শেষ হওয়ার ৪৮ ঘণ্টার মধ্যে ঘোষিত হবে ফলাফল। বিদেশী পর্যবেক্ষকরা জানিয়েছেন, রেকর্ড পরিমাণ ভোটার উপস্থিতি থাকবে এই নির্বাচনে। কারণ, গেলোবার সন্ত্রাসী হামলার ঝুঁকির মধ্যেই পড়েছিলো ৬০ শতাংশ ভোট।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply