মাতাল অবস্থায় জো বাইডেনের নিরাপত্তাকর্মী দক্ষিণ কোরিয়ায় গ্রেফতার

|

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের অগ্রিম নিরাপত্তা দলের একজন সদস্যকে সিউলে গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, বাইডেন সফরে আসার মাত্র একদিন আগে মদ্যপ অবস্থায় দক্ষিণ কোরিয়ার এক নাগরিককে লাঞ্ছিত করার অভিযোগে তাকে গ্রেফতার করা হয়।

কোরিয়ার ইয়ংসান জেলা পুলিশের একজন কর্মকর্তা রয়টার্সকে বলেন, গ্রেফতারকৃত ব্যক্তি মার্কিন ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটির জন্য কাজ করেন এবং বৃহস্পতিবার (২০ মে) ভোররাতে তাকে গ্রেফতার করা হয়।

তবে হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ তাৎক্ষণিকভাবে এ বিষয়ে মন্তব্য করতে রাজি হয়নি। এছাড়া হোয়াইট হাউস সিক্রেট সার্ভিসের কাছে প্রশ্ন রাখলেও কোনো উত্তর পাওয়া যায়নি।

মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি সার্ভিস সাধারণত প্রেসিডেন্টের নিরাপত্তার কাজে নিয়োজিত থাকে। জো বাইডেন শুক্রবার সন্ধ্যায় দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে পৌঁছেছেন।

এটিএম/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply