শনিবার থেকে ফিনল্যান্ডে গ্যাস সরবরাহ বন্ধ করবে রাশিয়া

|

ছবি: সংগৃহীত

আগামীকাল শনিবার স্থানীয় সময় সকাল থেকে ফিনল্যান্ডে রুশ গ্যাস সরবরাহ বন্ধ করে দেবে। এমনটা জানিয়েছে ফিনল্যান্ডের রাষ্ট্রমালিকানাধীন জ্বালানি প্রতিষ্ঠান গাসুম। জানায়, রাশিয়ার জ্বালানি কোম্পানি গ্যাজপ্রম তাদের এ তথ্য জানিয়ে দিয়েছে। খবর বার্তা সংস্থা রয়টার্সের।

শুক্রবার (২০ মে) রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, ফিনল্যান্ড রুশ মুদ্রা রুবলে গ্যাসের অর্থ পরিশোধ করতে রাজি না হওয়ায় এ ব্যবস্থা নেয়া হচ্ছে।

ফিনল্যান্ডে রাশিয়ার গ্যাস সরবরাহ বন্ধ করার ঘোষণা এমন সময় এলো, যখন ন্যাটো জোটের সদস্যপদের জন্য আবেদন করে রাশিয়ার তোপের মুখে আছে ফিনল্যান্ড।

ফিনল্যান্ডে ব্যবহৃত বেশিরভাগ গ্যাস রাশিয়া থেকে আসে। গাসুমের প্রধান নির্বাহী মিকা উইলজানেন এক বিবৃতিতে বলেছেন, এটি অত্যন্ত দুঃখজনক যে, আমাদের সরবরাহ চুক্তির অধীনে প্রাকৃতিক গ্যাস সরবরাহ বন্ধ করা হবে। তবে আমরা এই পরিস্থিতির জন্য সতর্কতার সঙ্গে প্রস্তুতি নিচ্ছিলাম এবং গ্যাস ট্রান্সমিশন নেটওয়ার্কে কোনো বিঘ্ন ঘটবে না। আমরা সামনের মাসগুলোতে আমাদের সব গ্রাহককে গ্যাস সরবরাহ করতে পারবো।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply