রাশিয়া-ইউক্রেন যুদ্ধ করোনায় বিধ্বস্ত বিশ্ব অর্থনীতি পুনরুদ্ধারে বাধা সৃষ্টি করেছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার (২০ মে) ‘গ্লোবাল ক্রাইসিস রেসপন্স গ্রুপ- জিসিআরজি’র প্রথম উচ্চ পর্যায়ের বৈঠকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ কথা বলেন।
রাশিয়া-ইউক্রেন যুদ্ধ ও কোভিড-১৯ মহামারির কারণে খাদ্য, বিদ্যুৎ ও আর্থিক সংকট মোকাবিলায় সু-সমন্বিত পদক্ষেপ গ্রহণে বিশ্বব্যাপী সংহতি জোরদার করারও আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তিনি বলেন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বর্তমান পরিস্থিতিকে অত্যন্ত অস্থিতিশীল করে তুলেছে- যেখানে খাদ্য, জ্বালানি ও অন্যান্য পণ্যের স্বল্প সরবরাহ এবং অস্বাভাবিক মূল্যবৃদ্ধি ইতোমধ্যেই সাধারণ মানুষের জীবনে মারাত্মক চাপ সৃষ্টি করেছে।
এ সময় বৈশ্বিক এই সংকট থেকে উত্তরণে কৃষি খাতে প্রযুক্তি ও বিনিয়োগ সুবিধা বৃদ্ধিসহ চার দফা সুনির্দিষ্ট প্রস্তাব দেন প্রধানমন্ত্রী। কার্যকরভাবে সংকট মোকাবিলায় উন্নত অর্থনীতি ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর কার্যকর ভূমিকাও কামনা করেন তিনি।
ইউএইচ/
Leave a reply