শেষমেষ রাশিয়ার কাছে আত্মসমর্পণ করলো ইস্পাত কারখানার ‘সেই’ ৫০০ ইউক্রেনীয় সেনা

|

ছবি: সংগৃহীত

একমাসেরও বেশি সময় অবরুদ্ধ করে রাখার পর অবশেষে ইউক্রনের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ শহর মারিওপোলের পুরোপুরি নিয়ন্ত্রণ নিলো রাশিয়া। রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা আরআইএ নভোস্তি দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাতে জানায়, শুক্রবার (২০ মে) মারিওপোলের আজভস্টাল স্টিল প্লান্টে থাকা শেষ ৫০০ ইউক্রেনীয় যোদ্ধা আত্মসমর্পণ করেছে।

সব মিলিয়ে আজভস্টাল ইস্পাত কারখানা থেকে ২৪৩৯ জন যোদ্ধা আত্মসমর্পণ করলো। আল জাজিরার লাইভ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, আটক করা ইউক্রেনীয় সেনাদের কারাগারে পাঠানো হয়েছে। প্রায় ৭ দিন গোলাবর্ষণের পর গেল ২২ এপ্রিল ইউক্রেনের বন্দর নগরীটি অবরুদ্ধ করে রুশ বাহিনী। আটকা পড়েন শহরের ভেতরে থাকা সামরিক সদস্য ও বেসামরিক নাগরিকরা। ইউক্রেনীয় সামরিক বাহিনী এবং অ্যাজভ বাহিনী পাল্টা প্রতিরোধ গড়ার ঘোষণা দেয়। তবে রুশ বাহিনীর গোলাবর্ষণ আর অবরোধের মুখে দেখা দেয় খাবার, পানি এবং ওষুধের তীব্র সঙ্কট। কয়েক ধাপে আটকে পড়া ইউক্রেনীয় সেনারা আত্মসমর্পণ করলেও এই সেনারা বাকি ছিল।  শেষমেষ তারাও আত্মসমর্পণে বাধ্য হলো।

আরও পড়ুন: ইউক্রেনে ধ্বংসযজ্ঞ চালানোর জন্য রাশিয়ার অর্থ প্রদান করা উচিত: জেলেনস্কি

জেডআই/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply