Site icon Jamuna Television

নাটোরে ইমো হ্যাকার চক্রের পাঁচ সদস্য আটক

ছবি: গ্রেফতারকৃত ৫ জন ইমো হ্যাকার

সিনিয়র করেসপনডেন্ট, নাটোর:

নাটোরে মোবাইল ম্যাসেজিং অ্যাপ ইমো হ্যাকার চক্রের পাঁচজন সদস্যকে আটক করেছে র‍্যাব। শুক্রবার (২০ মে) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার রামকৃষ্ণপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

র‍্যাব ৫ এর নাটোর ক্যাম্পের কোম্পানি অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ হোসেন জানান, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালায় র‍্যাব। এ সময় মোবাইল অ্যাপ ইমো হ্যাকার চক্রের সক্রিয় সদস্য শাকিল, সেলিম, শান্ত, সোহেল ও মুহাইমিনুলকে আটক করা হয়। এ সময় দুইটি মোটরসাইকেল জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা জানায়, তারা কখনও মোবাইল অ্যাপ ইমো হ্যাক করে, কখনও মেয়ে কণ্ঠে আবার কখনও প্রতারণার মাধ্যমে কৌশলে ভুক্তভোগীদের অর্থ হাতিয়ে নিত। পরে আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করে তাদের লালপুর থানায় হস্তান্তর করা হয়।

এটিএম/

Exit mobile version