ভারতের রাজস্থানের একটি শহরে চাহিদা মেটাতে ট্রেনে করে সরবরাহ করা হচ্ছে পানি। খবর আল জাজিরার।
রাজ্যের পালি শহরে ট্রেনে করে সরবরাহ করা হচ্ছে পানি। কর্তৃপক্ষ বলছে, শহরটিতে দৈনিক চাহিদা অন্তত ৪৫ কোটি লিটার পানির। তীব্র দাবদাহে পানির স্তর নেমে গেছে মরু এলাকাটিতে। ফলে দেখা দিয়েছে ভয়াবহ পানির সংকট। এ পরিস্থিতি ট্রেনে বিশেষ ট্যাংকার বসিয়ে তাতে করা সরবরাহ করা হচ্ছে পানি। ট্রেনে করে পানি আনার পর তা রাখা হয় চৌবাচ্চায়। সেখান থেকেই প্রয়োজনীয় পানি সংগ্রহ করেন সাধারণ মানুষ।
/এমএন
Leave a reply