দুই দিনের সফরে ঢাকায় আসছেন আইসিসির চেয়ারম্যান গ্রেগ বার্কলি। রোববার (২২ মে) ঢাকা এসে পৌঁছুবেন ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থার প্রধান। শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের চলমান টেস্ট সিরিজ দেখা ছাড়াও তিনি ঘুরে দেখতে পারেন বিসিবির বিভিন্ন কার্যক্রম।
মূলত বাংলাদেশের ক্রিকেটের খোঁজখবর নিতেই আসছেন আন্তর্জাতিক ক্রিকেটের নিয়ন্তা সংস্থা আইসিসির চেয়ারম্যান গ্রেগ বার্কলি। মেয়াদের শেষ ভাগে তিনি ঘুরে দেখছেন বিভিন্ন দেশের ক্রিকেট কার্যক্রম। ধারণা করা হচ্ছে, এরই ধারাবাহিকতায় এসেছে এই ঢাকা সফর।
জানা গেছে, বাংলাদেশ-শ্রীলঙ্কার মধ্যকার ঢাকা টেস্টের প্রথম দিন মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে বসে খেলা দেখবেন তিনি। তবে নির্দিষ্ট কোনো এজেন্ডা নিয়ে আইসিসি সভাপতি বাংলাদেশে আসছেন না বলে জানিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।
আরও পড়ুন: শ্রীলঙ্কায় পরিস্থিতির উন্নতি না হলে এশিয়া কাপ হতে পারে বাংলাদেশে
/এম ই
Leave a reply