সিনিয়র রিপোর্টার, সিরাজগঞ্জ:
সিরাজগঞ্জের উল্লাপাড়ার বড়হরে নানীর সঙ্গে নদীতে গোসলে করতে নেমে নিখোঁজ হয়েছে সামিউল ইসলাম (৫) নামের এক শিশু। শনিবার (২১ মে) দুপুরে করতোয়া নদীতে বড়হরের বাঁশ হাটা ঘাটে এ ঘটনা ঘটে। সামিউল বড়হর গ্রামের তেলু মিয়ার ছেলে। নিখোঁজ শিশুকে উদ্ধারে অভিযানে নেমেছে উল্লাপাড়া ফায়ার সার্ভিসের একটি দল।
সামিউলের বাবা তেলু মিয়া জানান, দুপুর ১টার দিকে সামিউল নানীর সঙ্গে পাশের বাঁশ হাটা ঘাটে গোসল করতে যায়। নানী তাকে উপরে রেখে নদীতে নামেন। এক সময় নানীর অলক্ষ্যে সামিউলও নদীতে নেমে ডুবে যায়। এ সময় নানীর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে সামিউলকে উদ্ধারের চেষ্টা করে ব্যর্থ হন। পরে উল্লাপাড়া ফায়ার সার্ভিসকে খবর দেয়া হয়।
উল্লাপাড়া ফায়ার সার্ভিসের স্টেশন লিডার সাইফুল ইসলাম জানান, তার কর্মীরা দীর্ঘ সময় ধরে নদীতে নেমে সামিউলকে উদ্ধারের চেষ্টা করেও ব্যর্থ হয়। পরে রাজশাহী ফায়ার সার্ভিসকে ডুবুরি দল পাঠানোর অনুরোধ করা হয়। এই প্রতিবেদন লেখা পর্যন্ত (বিকাল ৪টা ১০) ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছায়নি।
এসজেড/
Leave a reply