কেবল কূটনীতিই পারে ইউক্রেন যুদ্ধ বন্ধ করতে: জেলেনস্কি

|

কেবল কূটনীতিই পারে ইউক্রেনে চলমান যুদ্ধ বন্ধ করতে। রাশিয়া এবং ইউক্রেনের মধ্যকার শান্তি আলোচনা কার্যকর না হলেও এমন কথা বলেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলদিমের জেলেনস্কি। খবর বিবিসির।

ইউক্রেনীয়ান টিভির সাথে আলাপচারিতায় শনিবার (২১ মে) কথাগুলো বলেন জেলেনস্কি। যুদ্ধের ময়দানে জয় আসলেও সম্পূর্ণরূপে যুদ্ধ বন্ধ করার জন্য আলোচনার টেবিলের বিকল্প নেই; এমন কথা বলে জেলেনস্কি বলেন, সংঘাত সব সময়ই রক্তক্ষয়ী। তবে কূটনীতিই পারে এসবের শেষ ঘটাতে।

জেলেওনস্কি আরও বলেন, যুদ্ধের ইতি ঘটানো খুব সহজ কাজ হবে না। কারণ, কোনো পক্ষই বিন্দুমাত্র ছাড় দিচ্ছে না। তবে বিশ্বের অন্যতম শক্তিশালী রুশ সামরিক বাহিনীর মেরুদণ্ড ভেঙে দিয়েছে ইউক্রেন। আর এই আঘাত সামলিয়ে উঠতে বেশ কয়েক বছর লেগে যাবে রুশদের।

তবে যুদ্ধের ময়দানে ইউক্রেনীয়রা কতটুকু সাফল্য পেতে পারে, সে ব্যাপারে উচ্চাভিলাষী না হওয়ার জন্য দেশবাসীকে অনুরোধ জানিয়েছেন তিনি। সেই সাথে, এ বছরের ২৩ ফেব্রুয়ারি রুশ আগ্রাসন শুরুর আগের সময়ে ফিরে যাওয়াকে বিজয় হিসেবে চিহ্নিত করা হবে বলেও মন্তব্য করেন জেলেনস্কি।

আরও পড়ুন: রাশিয়ায় আশঙ্কাজনক হারে বেড়েছে সাইবার হামলা: পুতিন

/এম ই


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply