বন্যা-ভূমিধসে ভারতের তিন রাজ্যে নিহত ২৯

|

ছবি: সংগৃহীত।

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় তিন রাজ্যে বন্যা ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৯ জনে। শনিবার (২১ মে) আরও ৪ জনের প্রাণ যায় আসামে। এক সপ্তাহে ১৮ জনের মৃত্যু হলো রাজ্যটিতে। এদের মধ্যে ভূমিধসে মারা যায় ৫ জন। খবর টাইমস অব ইন্ডিয়ার।

এদিকে বন্যা পরিস্থিতির সামান্য উন্নতি হয়েছে আসামে। কিছু কিছু এলাকায় পানি নামতে শুরু করেছে। এখনও পানিবন্দি ৬ লাখ ৮০ হাজার মানুষ। পরিস্থিতির অবনতি হয়েছে মেঘালয়ে। সেখানে প্লাবিত হয়েছে নতুন নতুন এলাকা। রাজ্যটিতে বন্যা-ভূমিধসে এক সপ্তাহে মৃত্যু হয়েছে ৩ জনের। অরুনাচলে প্রাণ গেছে ৮ জনের। নতুন করে ভূমিধস হয়েছে রাজ্যটিতে।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply