নোয়াখালীতে জেল থেকে ছাড়া পেয়ে ব্যবসায়ীকে ছুরিকাঘাতে হত্যা

|

নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালীর বেগমগঞ্জে পূর্ব শত্রুতার জেরে মো.আইমন নামে এক জুতা ব্যবসায়ীকে প্রকাশ্যে গলায় ছুরিকাঘাত করে হত্যা করেছে সন্ত্রাসীরা। এ ঘটনায় বেগমগঞ্জ থানা পুলিশ তাৎক্ষণিক ঘাতকসহ তার সহযোগী দুইজনকে গ্রেফতার করে। হত্যাকারীদের মধ্যে রাকিব বৃহস্পতিবার জেল থেকে ছাড়া পেয়ে এ হত্যাকাণ্ড ঘটায়।

শনিবার সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে চৌমুহনী বাজারের ডিবি রোডের হোসেন মার্কেটের সামনে এ ঘটনা ঘটে। গ্রেফতারকৃতরা হল, চৌমুহনী পৌরসভার ৪নম্বর ওয়ার্ডের মো.পাভেল, মো.রাকিব ও রিমন।

বেগমগঞ্জ থানার ওসি মীর জাহিদুল হক রনি জানান, নিহত আইমন চৌমুহনী বাজারে খোলা জায়গায় জুতার ব্যবসা করতেন। ঘাতক পাভেলের সাথে আইমনের কথা কাটাকাটির এক পর্যায়ে ছুরিকাঘাত করে। পরে অতিরিক্ত রক্তক্ষরণে হাসপাতালে নেয়ার পথে আইমন মারা যায়। এ ঘটনায় নিহতের বড় ভাই জহিরুল ইসলাম ৩ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ৮/১০ জনকে আসামি করে বেগমগঞ্জ মডেল থানায় হত্যা মামলা দায়ের করেছেন।

এটিএম/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply