স্টাফ করেসপনডেন্ট, নেত্রকোণা:
নেত্রকোণার কেন্দুয়ায় ছেলেদের নামে সম্পত্তি লিখে না দেয়ায় এক বৃদ্ধ বাবাকে দীর্ঘদিন ধরে নির্যাতন ও শেকলে বেঁধে তালাবদ্ধ করে রাখার অভিযোগ উঠেছে। খবর পেয়ে শনিবার সন্ধ্যায় স্থানীয় মানবাধিকার কর্মীরা ও পুলিশ ওই বৃদ্ধকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। পুলিশ তার স্ত্রী ও বড় ছেলেকে গ্রেফতার করেছে।
রোববার (২২ মে) সকালে নির্যাতনের শিকার ওই বৃদ্ধ বাদী হয়ে থানায় মামলা করলে পুলিশ দুজনকে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠায়। গ্রেফতারকৃতরা হলেন, তার স্ত্রী হামিদা আক্তার (৫৮) ও বড় ছেলে সেলিম মিয়া (৪০)।
স্থানীয়রা জানায়, নির্যাতনের শিকার আবদুর রাজ্জাক চাকরি থেকে অবসরের পর গ্রামের বাড়িতে বসবাস করেন। তার ১০০ শতকের মতো জমি রয়েছে। ওই জমি তার তিন ছেলের নামে লিখে দেয়ার জন্য দীর্ঘদিন ধরে ছেলেরা ও তার স্ত্রী হামিদা আক্তার তাকে চাপ দিয়ে আসছিলেন। কিন্তু তিনি এতে রাজি না হওয়ায় গত এক মাস ধরে ছেলেরা তাকে অমানসিক নির্যাতনসহ একটি ঘরে খাটের সঙ্গে শেকলে বেঁধে তালাবদ্ধ করে রাখেন। স্থানীয় মানবাধিকার কর্মী কল্যাণী হাসান পুলিশ নিয়ে ওই বাড়িতে গিয়ে শেকলবন্দি বৃদ্ধকে উদ্ধার করেন।
এ ব্যাপারে কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, শনিবার সন্ধ্যায় বৃদ্ধের বাড়িতে গিয়ে তাকে উদ্ধার করা হয়েছে। এ সময় তার স্ত্রী ও বড় ছেলে সেলিম মিয়াকে আটক করে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে।
এটিএম/
Leave a reply