বিএনপির দাবিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করবেন না: কাদের

|

মৎসজীবী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে ওবায়দুল কাদের।

বিএনপির দাবিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করবেন না বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, ৭৫’র পর দেশে শেখ হাসিনার বিকল্প নেতা তৈরি হয়নি।

রোববার (২২ মে) সকালে মৎসজীবী লীগের ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে তিনি একথা জানান। ওবায়দুল কাদের বলেন, আন্দোলন ও নির্বাচনে ব্যর্থ বিএনপি নেতাদের পদত্যাগ করা উচিত। সরকার পরিবর্তনের একমাত্র পথ নির্বাচন। বিএনপি নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করে ঘোলা পানিতে মাছ শিকার করতে চায় বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের। তিনি আরও বলেন, ভারতসহ পৃথিবীর অনেক দেশেই নির্বাচন কমিশনের অধীনে নির্বাচন হয়। দেশেও নির্বাচন কমিশনের অধীনেই নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানান তিনি।

অনুষ্ঠানে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, আন্দোলনে ব্যর্থ, নির্বাচনে ব্যর্থ বিএনপি নেতারদেরই আজ ‘টপ টু বটম’ পদত্যাগ করা উচিত।

আরও পড়ুন: নির্ধারিত তারিখেই হবে ৪৪তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা: পিএসসি

/এম ই


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply