ডিজেল ও পেট্রোলের দাম কমালো ভারত। শনিবার (২১ মে) এক টুইটবার্তায় কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন শুল্ক হ্রাসের ঘোষণা দেন। খবরটি প্রকাশ করে ইকোনমিক টাইমস।
প্রতি লিটার ডিজেলে ৭ রুপি এবং পেট্রোলে সাড়ে ৯ রুপি করে দাম কমবে। রোববার (২২ মে) থেকেই এই নতুন দাম কার্যকর হয়েছে। প্রতি লিটার ডিজেলে ৬ রুপি এবং পেট্রোলে ৮ রুপি শুল্ক কমানো হয়েছে। এর ফলে, লিটার প্রতি ডিজেলের মূল্য দাঁড়াবে ৮৯ রুপি ৬৭ পয়সা এবং পেট্রোলের ৯৫ রুপি ৯১ পয়সা। এতে বছরে বাড়তি ১ লাখ কোটি রুপি খরচ করতে হবে ভারতীয় সরকারকে।
জ্বালানি তেলের পাশাপাশি উজ্জ্বলা গ্যাস সিলিন্ডারেও ২শ’ রুপি ভর্তুকি দেয়ার সিদ্ধান্ত নিয়েছে দিল্লি। বছরে ১২টি সিলিন্ডারের ক্ষেত্রে মিলবে এ সুবিধা। এতে বছরে বাড়তি প্রায় ৬ হাজার ১০০ কোটি রুপি গুনতে হবে সরকারকে। ভারতে মুদ্রাস্ফীতি বেড়ে যাওয়ায় ব্যাপকভাবে বেড়েছে নিত্যপণ্যের দাম।
আরও পড়ুন: জ্ঞানবাপি মসজিদে শিবলিঙ্গ ইস্যুতে গ্রেফতারকৃত অধ্যাপকের জামিন
/এম ই
Leave a reply