Site icon Jamuna Television

আত্মসমর্পণের পর কারাগারে প্রদীপের স্ত্রী চুমকি

ছবি: সংগৃহীত

অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুদকের করা মামলায় টেকনাফের সাবেক ওসি প্রদীপ কুমার দাশের স্ত্রী চুমকি আদালতে আত্মসমর্পণ করেছেন।

সোমবার (২৩ মে) সকালে চট্টগ্রামের বিভাগীয় বিশেষ জজ মুন্সী আব্দুল মজিদের আদালতে তিনি আত্মসমর্পণ করেন। পরে জামিন আবেদন করলে তা নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।

মামলা থেকে জানা যায়, ৩ কোটি ৯৫ লাখ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের অভিযোগে ২০২০ সালের ২৩ আগস্ট দু’জনের বিরুদ্ধে মামলা করে দুর্নীতি দমন কমিশন। এরপর থেকে পলাতক ছিল চুমকি।

উল্লেখ্য, এই মামলায় গত ৪ এপ্রিল প্রদীপ কুমার দাশের বিরুদ্ধে এবং তার আগে ১৭ ফেব্রুয়ারি আরেক আসামি প্রদীপের স্ত্রী চুমকির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছিল।
আরও পড়ুন: প্রেমের টানে বাড়ি ছেড়ে না পালানোর শপথ নিলো নোয়াখালীর স্কুলছাত্রীরা

ইউএইচ/

Exit mobile version