Site icon Jamuna Television

মোবাইলে গেম খেলার সময় প্রাচীর ভেঙে পড়ে যুবকের মৃত্যু, আহত ৩

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিনিধি:

সাতক্ষীরায় জরাজীর্ণ প্রাচীরের পাশে বসে মোবাইলে গেম খেলার সময় প্রাচীর ভেঙে পড়ে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।

সোমবার (২৩ মে) বিকাল সাড়ে ৩টার দিকে সাতক্ষীরা শহরের পলাশপোল এলাকায় এ ঘটনা ঘটে। নিহত যুবকের নাম ইয়াসিন আলী (২০)। তিনি সাতক্ষীরা শহরের পলাশপোল এলাকার ইমান আলী সরদারের ছেলে। সাতক্ষীরা সদর থানার ওসি (তদন্ত) বিশ্বজিত অধিকারি ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ইয়াসিন আলী তার আরও তিন বন্ধুকে সাথে নিয়ে সাতক্ষীরা শহরের পলাশপোল এলাকায় নবজীবন ইনস্টিটিউটের পাশে একটি জরাজীর্ণ প্রাচীরের ধারে বসে মোবাইলে গেম খেলছিল। এ সময় বিকাল সাড়ে ৩টার দিকে হঠাৎ ওই প্রাচীর ভেঙে তাদের গায়ের ওপর পড়ে। এতে ইয়াসিন আলীসহ তার অপর তিন বন্ধু আহত হয়। গুরুতর আহত ইয়াসিনকে হাসপাতালে নেয়ার পথে মারা যায়। অন্যদের স্থানীয় একটি ক্লিনিকে ভর্তি করা হয়েছে।

ইউএইচ/

Exit mobile version