Site icon Jamuna Television

কারাগার ভেঙে পালানো সেই ৬ ফিলিস্তিনিকে ৫ বছরের কারাদণ্ড

ছবি: সংগৃহীত

কারাগার ভেঙে পালানো সেই ৬ ফিলিস্তিনিকে অতিরিক্ত ৫ বছর করে কারাদণ্ড দিয়েছে ইসরায়েলের আদালত। স্থানীয় সময় রোববার (২২ মে) এই রায় ঘোষণা করেন আদালত।

রায়ে বলা হয়, গেলো বছর ৬ সেপ্টেম্বর ইসরায়েলের উত্তরাঞ্চলীয় একটি হাই সিকিউরিটি কারাগার থেকে পালিয়ে যায় ৬ জন। কৌশলে কারাগারের বাথরুম ভেঙে টানেলের মাধ্যমে ভবনের বাইরে গর্ত তৈরি করেন তারা। এরপর কারারক্ষীদের চোখ ফাঁকি দিয়ে ওই সীমানা থেকেও নিরাপদে পালিয়ে যায় তারা। যদিও ইসরায়েলি সেনাদের সাঁড়াশি অভিযানে পরে আবারও তাদের আটক করে আদালতে তোলা হয়।

আটককৃত ৬ জনের মধ্যে ৪ জনই যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামি ছিলেন। জেলে ভেঙে পালানোর ঘটনায় সাধারণ ফিলিস্তিনিরা তাদেরকে বীর উপাধি দিয়েছিলো সেই সময়। সূত্র: আল আরাবিয়া।

আরও পড়ুন: গোটা দেশ এবং জাতির জন্য ২৫ মে ইসলামাবাদে অপেক্ষায় থাকবো: ইমরান

জেডআই/

Exit mobile version