Site icon Jamuna Television

ই-কমার্সের মাধ্যমে পাচার অর্থের পরিমাণ তদন্তে দুদককে নির্দেশ

ফাইল ছবি।

ই-কমার্সের মাধ্যমে দেশ থেকে কত টাকা পাচার হয়েছে তা তদন্ত করতে দুদককে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একইসাথে আর্থিক কেলেঙ্কারিতে জড়িত ব্যক্তি বা সরকারের কোন প্রতিষ্ঠানের ব্যর্থতা রয়েছে তা নিরূপণ করতেও আদেশ দেয়া হয়েছে।

সোমবার (২৩ মে) বিচারপতি মজিবুর রহমান মিয়া ও বিচারপতি খিজির হায়াতের বেঞ্চ এ আদেশ দেন। ই-কমার্স খাতের কেলেঙ্কারি ও অনিয়ম বিশৃঙ্খলা নিয়ে করা তিনটি রিটে আদালত এসব আদেশ দেন।

একই সাথে ক্ষতিগ্রস্ত ভোক্তাদের ক্ষতিপূরণ কেন দেয়া হবে না জানতে চেয়ে রুল জারি করেন হাইকোর্ট। এ ধরনের আর্থিক অনিয়ম রোধে প্রতিযোগিতামূলক কমিশন, ভোক্তা সংরক্ষণ অধিদফতর ও বাণিজ্য মন্ত্রণালয়ের নিষ্ক্রিয়তা নিয়েও রুল হাইকোর্টের। এ ধরনের প্রতিষ্ঠান তদারকির জন্য নিয়ন্ত্রণকারী সংগঠন কেন গঠন করা হবে না তাও জানতে চাওয়া হয়েছে রুলে।

বাণিজ্য মন্ত্রণালয়ের আইনজীবী জানান, আর্থিক কেলেঙ্কারির পরপরই দুইটি কমিটি গঠন করেছে বাণিজ্য মন্ত্রণালয়, ভোক্তা অধিকার আইনও সংশোধন করা হচ্ছে। যেসব ভোক্তাদের টাকা এসক্রো অ্যাকাউন্টে জমা আছে, তাদের চিহ্নিত করতে মন্ত্রণালয় কাজ করছে বলেও আদালতে জানিয়েছেন তিনি।

ইউএইচ/

Exit mobile version