ঢাকা টেস্টে ২২২ রানে পিছিয়ে থেকে দিন শেষ করেছে শ্রীলঙ্কা। মুশফিকুর রহিমের অপরাজিত ১৭৫ রানে ৩৬৫ রানে থামে বাংলাদেশের প্রথম ইনিংস। দিন শেষে শ্রীলঙ্কার সংগ্রহ ২ উইকেটে ১৪৩ রান।
ব্যাট করতে নেমে ওসাধা-করুনারত্ন ভালোই জবাব দিচ্ছিলেন বাংলাদেশি বোলারদের। তবে ওপেনিং জুটি বিচ্ছিন্ন হয় ৯৫ রানে। ৫৭ রান করা ওসাধোর উইকেট নেন এবাদত। আর ১১ রান করা কুশাল মেন্ডিসকে ফেরান সাকিব। দিনশেষে করুনারত্নে ৭০ রানে অপরাজিত আছেন।
এর আগে মিরপুরে দ্বিতীয় দিনের শুরুতেই ভাঙে মুশফিক-লিটন জুটি। আগের দিনের ৫ উইকেট ২৭৭ রান নিয়ে সকালে মাঠে নামে বাংলাদেশ। মুশফিক ১১৫ আর লিটন দাস অপরাজিত ছিলেন ১৩৫ রান করে। কিন্তু এদিন ৬ রান করার পরই মনঃসংযোগ হারান লিটন। পেসার রাজিথার পেসে ১৪১ রান করে সাজঘরে ফেরেন তিনি। ভাঙ্গে ২৭২ রানের বিশাল এই জুটি।
২৯৬ রানে ষষ্ঠ উইকেট হারায় বাংলাদেশ। মোসাদ্দেক শূন্য রানে ফেরেন প্যাভিলিয়নে। এরপর তাইজুল ও এবাদতকে সাথে নিয়ে সাড়ে তিনশ’ পার
করেন মুশফিক। ক্যারিয়ারের চতুর্থ সর্বোচ্চ ১৭৫ রানে অপরাজিত থাকেন তিনি। শ্রীলঙ্কার দুই পেসার- রাজিথা ৫টি ও আসিথা চার উইকেট নেন।
ইউএইচ/
Leave a reply