নিখোঁজের ১২ বছর পর এক যুবককে উদ্ধার করলো পিবিআই। মঙ্গলবার (২৪ মে) দুপুরে সংবাদ সম্মেলনে পিবিআই’র বিশেষ পুলিশ সুপার জাহাঙ্গীর আলম এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, গতকাল কদমতলীর মদিনাবাগ এলাকা থেকে সুমনকে উদ্ধার করা হয়। ২০১০ সালের ৩১ আগস্ট কাজের উদ্দেশে বাসা থেকে বের হন ১৭ বছরের কিশোর সুমন। পথে জুয়াড়িদের পাল্লায় পড়ে হারেন ১০০ টাকা। নিজের উপার্জনে কেনা মোবাইল ফোন দিয়ে দিতে হয় সেই জুয়ারিদের। ভয়ে আর ক্ষোভে বাসায় ফেরার সাহস পাননি সেই যুবক।
তিনি আরও বলেন, ছেলে নিখোঁজের পর বাবা প্রথমে জিডি করেন, তারপর করেন অপহরণ মামলা। ২০১৮ সালে বিয়ে করেন সুমন। তার স্ত্রী জোৎস্না সুমনের বাবার সাথে মোবাইলে কথা বলেন। সেই সূত্র ধরেই সুমনকে উদ্ধার করে পিবিআই।
ইউএইচ/
Leave a reply