মোহনবাগানের জয়ে কপাল পুড়লো বসুন্ধরা কিংসের

|

গোলের পর উল্লাস মোহনবাগানের খেলোয়াড়দের। ছবি: সংগৃহীত

এএফসি কাপের ইন্টার জোনাল প্লে-অফ সেমিফাইনালসে ওঠার পথে ভারতীয় ক্লাব গোকুলাম কেরালাকে হারিয়ে নিজেদের কাজটুকু করে রেখেছিল বাংলাদেশি ক্লাব বসুন্ধরা কিংস। তবে বসুন্ধরার সেমিতে উঠতে হারতে হতো আরেক ভারতীয় ক্লাব মোহনবাগানকে। কিন্তু শেষ পর্যন্ত সে আশায় গুঁড়েবালি। মাজিয়া স্পোর্টিস অ্যান্ড রিক্রিয়েশনকে হারিয়ে সেমিফাইনালসে ভারতের ঐতিহ্যবাহী এ ক্লাবটি।

মঙ্গলবার (২৪ মে) কলকাতার সল্ট লেক স্টেডিয়ামে দিনের প্রথম ম্যাচে কেরালাকে ২-১ গোলে হারায় বসুন্ধরা। আর মাজিয়ার বিপক্ষে ৫-২ গোলের জয় পায় মোহনবাগান। দুই দলের সমান ৬ পয়েন্ট থাকলেও মুখোমুখি দেখায় বসুন্ধরাকে হারিয়েছিল মোহনবাগান। এ কারণেই সেমিফাইনালসে তারা। গোকুলামের কাছে ৪-২ গোলে হেরে গ্রুপ পর্ব শুরুর পর কিংসকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছিল মোহনবাগান।

অন্যদিকে, বসুন্ধরার জয় আসে মাজিয়া (১-০) ও গোকুলামের (২-১) বিপক্ষে। তবে শেষ পর্যন্ত গ্রুপ পর্বে মোহনবাগানের বিপক্ষে হারের মাশুলই দিতে হলো অস্কার ব্রুসনের দলকে।

দিনের প্রথম ম্যাচে সল্ট লেকে গোকুলামের বিপক্ষে শুরু থেকেই ছিলো গোছালো ছিল বসুন্ধরা। শুরু থেকেই লম্বা শটে জালে বল জড়ানোর চেষ্টা করেন রবিনিয়ো-সোহেল রানারা। ৩৬ মিনিটে আসে কাঙ্খিত গোল। বক্সের মধ্যে ঢুকে দারুণ শটে বল জালে জড়ান এই ব্রাজিলিয়ান। দ্বিতীয়ার্ধে আবারো গোকুলামের জালে বল। ৫৪ মিনিটে রবিনিয়োর ক্রসে হেডে গোল করেন নুহা মারোং। ৭৪ মিনিটে গোকুলাম গোল করলে ২-১ ব্যাবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে বসুন্ধরা কিংস।

জেডআই/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply