টিকটকে পদ্মা সেতু নিয়ে অপপ্রচারের অভিযোগে কারাগারে যুবক

|

ফাইল ছবি

টিকটকে পদ্মা সেতু নিয়ে অপপ্রচার করার অভিযোগে গ্রেফতারের পর হেলাল উদ্দিন ঢালী নামের এক যুবককে কারাগারে পাঠিয়েছে শরীয়তপুরের আদালত। পুলিশ জানায়, গ্রেফতারকৃত হেলাল পদ্মা সেতুর নদী শাসনের শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন।

সোমবার (২৩ মে) পশ্চিম নাওডোবা এলাকায় টহল দিচ্ছিল সেনা সদস্যরা। এ সময় সেতুর পিলারের কাছে হেলালকে ভিডিও বানাতে দেখেন তারা। সন্দেহ হলে তার কাছ থেকে দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। ওই ফোনে পদ্মা সেতু অপপ্রচার নিয়ে কয়েকটি ভিডিও দেখেন তারা। পরে তাকে জাজিরা থানায় হস্তান্তর করা হয়।

পরেরদিন মঙ্গলবার (২৪ মে) জাজিরা থানার উপ-পরিদর্শক জসিম উদ্দিন বাদি হয়ে হেলালের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন। মঙ্গলবার সন্ধ্যায় হেলালকে শরীয়তপুর চিফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট কোটে হাজির করা হলে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।

/এসএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply