ঢাকা টেস্টে তৃতীয় দিনের শুরুতেই নাইটওয়াচম্যান কাসুন রাজিথাকে বোল্ড করে টাইগারদের শুভ সূচনা এনে দিলেন পেসার এবাদত হোসেন। শেষ খবর পর্যন্ত লঙ্কানদের সংগ্রহ ৩ উইকেটে ১৫১ রান।
মিরপুরে ২২২ রানে পিছিয়ে থেকে দিনের খেলা শুরু করেন দিমুথ করুনারত্নে এবং নাইটওয়াচম্যান কাসুন রাজিথা। দিনের দ্বিতীয় বলেই সাফল্য তুলে নেয় টাইগাররা। রাজিথাকে শূন্য রানে বোল্ড করেন এবাদত। দিমুথ করুনারত্নে অপরাজিত আছেন ৭৬ রান নিয়ে। তার সাথে ক্রিজে আছেন চট্টগ্রাম টেস্টে ১ রানের জন্য ডাবল সেঞ্চুরি মিস করা অ্যাঞ্জেলো ম্যাথুস।
এর আগে, প্রথম ইনিংসে মুশফিক-লিটনের সেঞ্চুরিতে ৩৬৫ রান করে বাংলাদেশ। জবাবে ব্যাট করতে নেমে ২য় দিন পর্যন্ত ২ উইকেট হারিয়ে ১৪৩ রান করে শ্রীলঙ্কা। সিরিজের প্রথম টেস্ট চট্টগ্রামে ড্র করেছিল দুই দল।
আরও পড়ুন: মোহনবাগানের জয়ে কপাল পুড়লো বসুন্ধরা কিংসের
/এম ই
Leave a reply