গণভবনে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় এবং রাজউক কর্তৃক প্রস্তাবিত বিভিন্ন প্রকল্পের নকশা পর্যবেক্ষণ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় তিনি স্থাপনার বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেন তিনি।
বুধবার (২৫ মে) সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সামনে উপস্থাপন করা হয় পদ্মা সেতুর জাজিরা প্রান্তের শিবচরে শেখ হাসিনা আন্তর্জাতিক কনভেনশন সেন্টারের নকশা। সেটি পর্যবেক্ষণের পর স্থাপনার বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী।
একই সময় শেখ হাসিনার সামনে তুলে ধরা হয় কেরানীগঞ্জ ওয়াটার ফ্রন্ট সিটি এবং শের-ই-বাংলা নগরে সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের জন্য বহুতল আবাসিক ভবনের নকশা। বৈঠকে নতুন এই দুই প্রকল্পের নকশার বিষয়েও প্রয়োজনীয় পরামর্শ দেন প্রধানমন্ত্রী।
আরও পড়ুন: পদ্মা সেতু হয়ে গেছে তাই বিএনপি ও তাদের দোসরদের বুকে বড় জ্বালা: কাদের
/এম ই
Leave a reply