ঝিনাইদহ প্রতিনিধি:
ঝিনাইদহের শৈলকুপা উপজেলার আলফাপুর গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে গেছে ১১টি বসতবাড়ি। পুড়ে ছাই হয়েছে ৮টি গোয়াল ঘরও। মঙ্গলবার (২৪ মে) রাত সাড়ে ১১টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ভুক্তভোগীরা জানান, রাতে সাড়ে ১১টার দিকে ওই গ্রামের হারুনের রান্না ঘরের চুলা থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন আশেপাশের বাড়িতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে শৈলকুপা ও মাগুরার শ্রীপুর থেকে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে পুড়ে ছাই হয়ে যায় ১১টি বসত বাড়ি। ভস্মিভূত হয়ে যায় ধান, চাল, টাকাপয়সা, আসবাবপত্রসহ সবকিছু। ক্ষতিগ্রস্ত পরিবারগুলো এখন খোলা আকাশের নিচে বসবাস করছে। আগুনে তাদের প্রায় ৭০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছে তারা। তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
শৈলকুপা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সঞ্জয় কুমার বলেন, আমরা খবর পেয়ে সেখানে গিয়েছিলাম। আমাদের সাথে মাগুরার শ্রীপুর থেকে ২টি ইউনিট যোগ দেয়। আগুন নেভাতে প্রায় ৩ ঘণ্টা সময় লেগেছে। ক্ষতির পরিমাণ খতিয়ে দেখা হচ্ছে।
এসজেড/
Leave a reply