দোনেৎস্কের আরও তিন শহর দখলে নিলো রাশিয়া

|

ছবি: সংগৃহীত

ইউক্রেনের দোনেৎস্কের আরও তিনটি শহর দখলে নিয়েছে রাশিয়া। ইউক্রেনের পতাকা পাল্টে ইতোমধ্যেই সেখানে টাঙানো হয়েছে রুশ পতাকা। খবর এপি নিউজের।

জানা গেছে, লুহানস্ক দখলের মিশনেও চলছে জোরদার হামলা। দোনবাসের এ প্রদেশটিকে বাকি দেশ থেকে বিচ্ছিন্ন করতে একটি গুরুত্বপূর্ণ সংযোগ সড়ক অবরোধ করে রেখেছে রুশ বাহিনী। বাখমুতের সড়কটি দখলে নিলেই আশপাশের বিশাল এলাকার নিয়ন্ত্রণ চলে যাবে রাশিয়ার হাতে।

এদিকে, রাশিয়ার মূল টার্গেট সেভেরোদোনেৎস্কে প্রায় ২৪ ঘণ্টাই চলছে গোলাবর্ষণ। বিমান থেকেও হচ্ছে হামলা। মঙ্গলবার সেখানে ছয় জন বেসামরিকের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে বিবিসি। শহরটিতে এখনও অবস্থান করছেন প্রায় ১৫ হাজার বেসামরিক বাসিন্দা। বেশিরভাগই আশ্রয় নিয়েছে বেজমেন্টে বা শেল্টার সেন্টারে। প্রেসিডেন্ট জেলেনস্কির দাবি, শিল্পায়িত দোনবাস শহর পুরোপুরি ধ্বংস করতে চায় রাশিয়া।

/এসএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply