পুলিশ ব্যবস্থা সংস্কার আদেশে স্বাক্ষর করলেন জো বাইডেন

|

শীর্ষ প্রশাসনিক কর্মকর্তাদের সাথে পুলিশ ব্যবস্থা সংস্কার আদেশে স্বাক্ষর করেন জো বাইডেন।

যুক্তরাষ্ট্রের পুলিশ ব্যবস্থা সংস্কারে নির্বাহী আদেশে স্বাক্ষর করলেন মার্কিন প্রসিডেন্ট জো বাইডেন। এর ফলে যেকোনো কর্মকাণ্ডের জন্য জবাবদিহিতার আওতায় আনা যাবে পুলিশকে। পুলিশের নির্যাতনে কৃষ্ণাঙ্গ নাগরিক জর্জ ফ্লয়েড হত্যার দু’বছর পর এমন পদক্ষেপ নিলো মার্কিন প্রশাসন। খবর সিএনবিসি নিউজের।

বুধবার (২৫ মে) বিলটিতে সই করেন বাইডেন। যুক্তরাষ্ট্রে দীর্ঘদিন ধরেই পুলিশ ব্যবস্থা সংস্কার ও অস্ত্র আইন পরিবর্তনের দাবি জানিয়ে আসছে কংগ্রেস। বিশেষ করে মিনিয়াপোলিসে পুলিশি নির্যাতনে জর্জ ফ্লয়েড হত্যার পর জোরালো হয় এ দাবি।

প্রসঙ্গত, ২০২০ সালে মিনিয়াপোলিসে পুলিশের নির্যাতনে মৃত্যু হয় জর্জ ফ্লয়েডের। এ ঘটনার জেরে বিক্ষোভ ছড়িয়ে পড়ে পুরো দেশে। পার্লামেন্টের নিম্নকক্ষে পাস হয় ‘জর্জ ফ্লয়েড জাস্টিস ইন পুলিশিং অ্যাক্ট’। তবে গত সেপ্টেম্বরে রিপাবলিকানদের বিরোধিতায় সিনেটে আটকে যায় বিলটি।

/এসএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply