তিন বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ

|

ঠাকুরগাঁও প্রতিনিধি

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার পারিয়া সীমান্ত থেকে তিন বাংলাদেশী গরু ব্যবসায়ীকে ধরে নিয়ে গেছে ভারতীয় উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর সাতভিটা ক্যাম্পের বিএসএফ সদস্যরা। রোববার ভোরে (চারটা) এঘটনা ঘটে।

ঠাকুরগাঁও ৫০ বিজিবি’র অফিসার লে:কর্নেল মোহাম্মদ হোসেন তিন বাংলাদেশীর আটকের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, বালিয়াডাঙ্গী উপজেলার হরিণমারী ইউনিয়নের নয়াবাড়ি গ্রামের ইসমাইল হোসেনের ছেলে আবু সাঈদ, একই ইউনিয়নের তারানজুবাড়ি গ্রামের সিরাজুল আহমদের ছেলে শাহ আলম ও একই গ্রামের সফিকুল ইসলামের ছেলে ইয়াসিন আলী ওরফে (পারুল) রোববার ভোরে বালিয়াডাঙ্গীর পারিয়া সীমান্তের ৩৮৬/১ পিলার অতিক্রম করে ভারত থেকে গরু নিয়ে ফিরছিলো। ফেরার সময় ভারতীয় উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর সাতভিটা ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাদের ভারতের অভ্যন্তর থেকে আটক করে।

এ ঘটনার পর বিজিবি’র পক্ষ থেকে বিএসএফ এর কাছে বার্তা পাঠানো হয়েছে। পতাকা বৈঠকের মাধ্যমে আটক তিন বাংলাদেশীকে ফিরিয়ে আনার চেষ্ঠা চলছে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply