শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮ কেজি স্বর্ণ উদ্ধারের ঘটনায় বিমানের ক্যাটারিং কর্মী আব্দুল আজিজকে বহিষ্কার করা হয়েছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী। আজ বৃহস্পতিবার (২৬ মে) বিকেলে বিমান ক্যাটারিং সার্ভিস সেন্টার পরিদর্শনে গিয়ে একথা বলেন প্রতিমন্ত্রী।
এ সময় তিনি বলেন, যে ধরা পড়েছে তার স্বীকারোক্তি নেয়া হবে। জড়িত কেউ ছাড় পাবে না। প্রতিমন্ত্রী বলেন, নিঃসন্দেহে এখানে বিমানের লোকজন জড়িত। এই প্রক্রিয়ায় যারা জড়িত তাদের ধরতে বিমান কর্তৃপক্ষ একটি তদন্ত কমিটি গঠন করেছে এবং মন্ত্রণালয় থেকেও একটি কমিটি করা হবে বলে জানান মাহবুব আলী। সোনা চোরাচালান চক্রে যারাই জড়িত কাউকে ছাড় দেয়া হবে না, সবাইকে ধরা হবে।
উল্লেখ্য, গতকাল রাত ৮টার দিকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট ক্যাটারিং সেন্টারের কর্মী মো. আব্দুল আজিজ আকন্দকে ৮ কেজি স্বর্ণসহ আটক করে ঢাকা কাস্টম হাউস। উদ্ধারকৃত স্বর্ণের বারের বাজার মূল্য প্রায় ৬ কোটি টাকা। জানা যায়, স্বর্ণের এই চালানটি দুবাই ফেরত একটি বিমানের মাধ্যমে আসে যা পরবর্তীতে পাচার হওয়ার কথা ছিল।
জেডআই/
Leave a reply