Site icon Jamuna Television

পাহাড় থেকে নদীতে ছিটকে গেলো গাড়ি, ৭ ভারতীয় সেনার মৃত্যু

ছবি: সংগৃহীত

ভারতের লাদাখে সড়ক দুর্ঘট্নায় অন্তত ৭ সেনা নিহত হয়েছে। স্থানীয় সময় শুক্রবার (২৬ মে) সকালের এই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ১৯ জন।

ভারতীয় গণমাধ্যম এএনআই জানায়, ২৬ জনের একটি দল গাড়িতে করে পারতাপুরের ক্যাম্প থেকে সাব সেক্টর হানিফের দিকে যাচ্ছিলো। পথে তুরতুক সেক্টরের কাছে পাহাড়ি পথে নিয়ন্ত্রণ হারিয়ে শিয়ক নদীতে পড়ে যায় সেনাদের বহনকারী গাড়িটি। গাড়িটি প্রায় ৫০ থেকে ৬০ ফুট গভীরে পড়ে যায় বলে জানিয়েছে সেনাবাহিনী। যদিও বাসটি কী কারণে নদীতে পড়েছে সেটি এখনও স্পষ্ট নয়।

পরে আহতদের হেলিকপ্টারের করে উদ্ধার করে ভর্তি করা হয় হাসপাতালে। নিহত সেনাদের প্রতি শোক জানিয়েছেন মমতা বন্দোপাধ্যায়সহ বিভিন্ন রাজনৈতিক নেতাকর্মীরা।

আরও পড়ুন: পশ্চিমারা রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে: রুশ পররাষ্ট্রমন্ত্রী

জেডআই/

Exit mobile version