শাহরুখপুত্রের বিরুদ্ধে অসত্য অভিযোগে শাস্তির মুখে সেই অফিসার

|

কেন্দ্রীয় মাদক নিয়ন্ত্রক সংস্থা (এনসিবি)-র চোখে নির্দোষ প্রমাণিত হয়েছেন শাহরুখ খানের ছেলে আরিয়ান খান। আরিয়ান খানের বিরুদ্ধে কোনো তথ্য প্রমাণও পাওয়া যায়নি। এদিকে চার্যশিট হাতে পেতেই নড়ে চরে বসলো কেন্দ্র। এনসিবি-র প্রাক্তন তদন্ত কর্মকর্তা সমীর ওয়াংখেড়ের বিরুদ্ধে এবার কঠোর ব্যবস্থা নেয়ার নির্দেশ দিল সরকার। খবর আনন্দবাজার পত্রিকার।

২০২১ সালের ২ অক্টোবরে মুম্বাইয়ের উপকূলে প্রমোদতরীতে অভিযানের নেতৃত্ব দিয়েছিলেন সমীর। সেখানেই মাদক গ্রহণের অভিযোগে গ্রেফতার করা হয়েছিল শাহরুখপুত্র আরিয়ানকে। প্রায় একমাস জেলে থাকার পর জামিন পান আরিয়ান। তারপরই শুক্রবার (২৭ মে) পেশ করা এক চার্জশীটে এনবিসি জানিয়েছে নির্দোষ আরিয়ান।

সূত্র অনুযায়ী, এর পরপরই স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক নির্দেশ পাঠায় অর্থ মন্ত্রণালয়কে। নির্দেশে শাহরুখপুত্রের বিরুদ্ধে অসত্য অভিযোগে তদন্ত চালানোর দায়ে সমীরের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে বলা হয়।

প্রাথমিক ভাবে এ মাদক-কাণ্ডে তদন্তের ভার ছিল এনবিসি মুম্বাই শাখার ওপরে। সে তদন্তের নেতৃতে ছিলেন সমির। এবার আরিয়ানকে চার্জশিটে নির্দোষ ঘোষণার পর শাস্তির মুখে এসে দাঁড়ালেন এই এনসিবি কর্মকর্তা।

এটিএম/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply