গণপরিবহনে পোস্টার লাগানোয় নৌকার প্রার্থীকে ১০ হাজার টাকা জরিমানা

|

কুসিক নির্বাচনে নৌকার প্রার্থী আরফানুল হক রিফাত।

কুমিল্লায় নির্বাচনী প্রচারণা শুরু হতে না হতেই আচরণবিধি ভঙ্গের অভিযোগ এসেছে প্রার্থীদের বিরুদ্ধে। গণপরিবহনে পোস্টার লাগানোর অভিযোগে নৌকার প্রার্থী আরফানুল হক রিফাতকে দশ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

শনিবার (২৮ মে) নির্বাচনী প্রচারণাকালে নৌকার প্রার্থীকে জরিমানা করেন ভ্রাম্যমান আদালত।

রিটার্নিং অফিসার মো: শাহেদুন্নবী চৌধুরী বলেন, লিখিত অভিযোগ খুব বেশি পাননি তিনি। তবে ফোনে যেসব অভিযোগ আসছে সেগুলোর দিকেও গুরুত্ব দেয়ার চেষ্টা করা হচ্ছে, যাতে একটি সুষ্ঠু পরিবেশ তৈরি করা যায়। নির্বাচনের আচরণবিধি লঙ্ঘন মেনে নেবে না কমিশন, এমনটিই জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তা।

অন্যদিকে, রক্তমাংসের ঘোড়া নিয়ে মিছিল করে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করায় স্বতন্ত্র মেয়র প্রার্থী নিজাম উদ্দিন কায়সারকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

আরও পড়ুন: কুসিক নির্বাচন: ঘোড়া নিয়ে মিছিল করায় স্বতন্ত্র প্রার্থীকে ৫০ হাজার টাকা জরিমানা

/এম ই


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply