রাজশাহী ব্যুরো:
রাজশাহীর আদালতে ১২ হাজার ৭৫৩টি মামলা চলমান। এর ৭০ ভাগই মাদকের মামলা। প্রতিবছরই মাদক চোরাচালান বাড়ছে। শনিবার (২৮ মে) ‘মাদকদ্রব্যের অপব্যবহার রোধে সামাজিক আন্দোলন গড়ে তোলার জন্য সমন্বিত পরিকল্পনা প্রণয়ন’ শীর্ষক কর্মশালায় রাজশাহী জেলা প্রশাসক আব্দুল জলিল এসব তথ্য দেন।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর আয়োজিত ওই কর্মশালায় পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন, র্যাব-৫ এর অধিনায়ক রিয়াজ শাহরিয়ারসহ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তারা বক্তব্য রাখেন। তারা বলেন, মাদকের হাত থেকে বাঁচার জন্য গণসচেতনতার বিকল্প নেই। জনগণের সহযোগিতায় মাদক সমস্যা থেকে বের হয়ে আসতে হবে।
এসজেড/
Leave a reply