চাপ হলে অধিনায়কত্ব অন্য কেউ করুক, মুমিনুলের ব্যাপারে সুজন

|

ছবি: সংগৃহীত

ব্যাটে রান নেই টাইগারদের টেস্ট দলপতি মুমিনুল হকের। অধিনায়কত্ব প্রভাব ফেলেছে বাংলাদেশের পক্ষে সবচেয়ে বেশি টেস্ট সেঞ্চুরির মালিক মুমিনুলের ব্যাটে, এমন কথা বলছেন দর্শক থেকে শুরু করে ক্রিকেট সংশ্লিষ্ট অনেকেই। এবার একই শঙ্কার কথা প্রকাশ করলেন বাংলাদেশের টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন। এই অফফর্মের কারণ যদি নেতৃত্বের চাপ হয়ে থাকে তবে সুজনের চাওয়া, মুমিনুলের জায়গায় অন্য কাউকে আসুক নেতৃত্বে।

এ নিয়ে গণমাধ্যমের সাথে আলাপকালে খালেদ মাহমুদ সুজন বলেন, ক্যাপ্টেন্সির প্রভাব থাকছে কিনা এটা বড় প্রশ্ন। যদি থাকে আমরা এটা (অধিনায়কত্ব) চাই না। আমরা তার ব্যাটিংটা চাই, এটাই গুরুত্বপূর্ণ। ও সময় নিয়ে সেঞ্চুরি করুক, আমরা এটা চাই।

বাংলাদেশের টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন বলেন, পারফর্ম না করলে এটা মনে হওয়া স্বাভাবিক, মনে হবে অধিনায়কত্ব বোঝা হয়ে গেল কিনা। ও আমাদের সবচেয়ে বেশি টেস্ট সেঞ্চুরির মালিক। তার গড় ছিল ৫০ এর ওপরে। হঠাৎ করে পারফর্ম করছে না, তাই প্রশ্ন থেকেই যায়। এটার উত্তর মুমিনুলই সবচেয়ে ভালো দিতে পারবে।

সুজন আরও বলেন, বাইরে থেকে দেখে কিছু সময় মনে হয় হ্যাঁ, মুমিনুল মনে হয় চাপে আছে। সেই চাপ হয়তো তার ব্যাটিংয়ে কিছুটা হলেও ক্ষতি করছে। কিন্তু সে ক্লাস প্লেয়ার। আশা করি সে কামব্যাক করবে। মুমিনুলের প্রতি পরামর্শ, বেসিকের ওপর নির্ভর করতে হবে। প্র্যাকটিসে সবই ভালো হচ্ছে, ঠিকঠাক করছে। তবে মাঠে মানসিক চাপ সৃষ্টি হচ্ছে কিনা সেটাই কথা। ম্যাচে গিয়ে ডেলিভারি দেয়া যাচ্ছে না। হয়তো চাপ রয়ে গেছে ব্যাটিংয়ে।

আরও পড়ুন: মানসিকভাবে শক্ত না হলে পরের সিরিজে ফিরে আসা কঠিন: মুমিনুল

/এম ই


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply