চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল: মহারণের সামনে দাঁড়িয়ে দুই শিবিরের শেষ খবর

|

ছবি: সংগৃহীত

প্যারিসের স্টাডে ডি ফ্রান্সে তৈরি আজ ইউরোপের শ্রেষ্ঠত্বের মঞ্চ। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে দুর্দান্ত লিভারপুলের বিরুদ্ধে লড়বে অবিশ্বাস্য রিয়াল মাদ্রিদ। দারুণ ধারাবাহিক এক মৌসুমের শেষে গিয়ে ম্যানচেস্টার সিটির কাছে মাত্র ১ পয়েন্ট পিছিয়ে থেকে ইংলইশ প্রিমিয়ার লিগের শিরোপা হারানো অলরেডদের সামনে লা লিগা চ্যাম্পিয়ন ও ১৩ বার ইউরোপ সেরা মুকুট পরা স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ। ইয়ুর্গেন ক্লপের গেগেনপ্রেসিং নাকি ভিনিসিয়াস-বেনজেমা নির্ভর কার্লো আনচেলত্তির কাউন্টার অ্যাটাক আজ ফলাফল নির্ধারণ করবে, তা জানা যাবে বাংলাদেশ সময় রাত ১টায় শুরু হওয়া এই ম্যাচে।

ফাইনালের সম্ভাব্য লাইনআপ

লিভারপুল: এলিসন বেকার, ট্রেন্ট আলেক্সান্ডার আর্নল্ড, কোনাটে, ভার্জিল ভ্যান ডাইক, অ্যান্ডি রবার্টসন, জর্ডান হেন্ডারসন, ফ্যাবিনহো, নাবি কেইটা, মোহামেদ সালাহ, সাদিও মানে, লুইস দিয়াজ

রিয়াল মাদ্রিদ: থিবো কর্তোয়া, ড্যানি কার্ভাহাল, এডার মিলিতাও, ডেভিড আলাবা, ফারলান্ড মেন্ডি, টনি ক্রুস, ক্যাসেমিরো, লুকা মড্রিচ, ফেদেরিকো ভালভার্দে, করিম বেনজেমা, ভিনিসিয়াস জুনিয়র।

ছবি: সংগৃহীত

প্রিমিয়ার লিগে শেষ ৪টি ম্যাচের শেষদিকেই ক্লান্তি ছায়া দেখা গেছে অলরেডদের খেলায়। তবে এই ম্যাচগুলো থেকে ১০ পয়েন্ট পেয়েছে লিভারপুল। তবে অ্যানফিল্ডের চেহারা পাল্টে দেয়া ইয়ুর্গেন ক্লপ এতোটা ভারসাম্যপূর্ণ স্কোয়াড এর আগে কখনোই পাননি বলে অভিমত দিয়েছেন বিশ্লেষকরা। মোহেমাদ সালাহ ও সাদিও মানের সাথে আক্রমণভাগের তৃতীয় জায়গা পূরণ করতে দিয়োগো জটা বা ফিরমিনো কাউকেই হয়তো একাদশে রাখবেন না ক্লপ। কারণ, তার হাতে এখন আছে লুইস দিয়াজের মতো প্রতিভাবান খেলোয়াড়।

অন্যদিকে, রিয়াল মাদ্রিদ অব্যাহত রেখেছে চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে অন্যতম সেরা ও স্মরণীয় পারফরমেন্স। অবিস্মরণীয় দৃঢ়তা, সংকল্প ও হার না মানা মানসিকতায় লস ব্লাঙ্কোসরা একে একে বিদায় করেছে পিএসজি, চেলসি ও ম্যান সিটিকে। মাদ্রিদ যে এই ম্যাচেও শেষ হওয়ার আগে একবিন্দু ছাড় দেবে না, তা আগাম বলে দেয়ায় কোনো ঝুঁকি নেই। করিম বেনজেমা কাতাচ্ছেন তার ক্যারিয়ারের সেরা সময়। সাথে তিনি পাচ্ছেন ভিনিসিয়াস জুনিয়রের সাহায্য। বড় ম্যাচে চরিত্র নতুন করে চেনাচ্ছেন মড্রিচ, রদ্রিগোরা। আপাত ক্লান্ত লিভারপুলের বিরুদ্ধে ১৪ তম চ্যাম্পিয়ন্স লিগ জয় তাই সম্ভাব্যই মনে হচ্ছে কার্লো আনচেলত্তির দলের জন্য।

ছবি: সংগৃহীত

লিভারপুল কোচ ইয়ুর্গেন ক্লপ বলেন, অবিশ্বাস্য অনুভূতি হচ্ছে! মনে হচ্ছে প্রথমবারের মতো ফাইনাল খেলছি। কারণটাও স্বাভাবিক, চ্যাম্পিয়ন্স লিগ সব সময়ই বিশেষ। এখানে আসতে পেরে দারুণ লাগছে। ইতিহাসই বলবে আমরা কী করেছি। তবে এ পর্যন্ত করা পারফরমেন্স নিয়েও আমরা গর্বিত। এই আসরের সবচেয়ে সফল ক্লাবের বিপক্ষে খেলবো। কয়েকজন খেলোয়াড় আজ ৫ম বারের মতো আসরটি জিততে পারে। সেই অভিজ্ঞতা তো অমূল্য। কিন্তু আমরাও শেষ ৫ বছরে ৩য় বারের মতো ফাইনালে এসেছি। সেটাও দারুণ। চ্যাম্পিয়ন হতে কেমন লাগবে সেটা ভাবছি না। সর্বোচ্চ পর্যায়ে গিয়েও নিজেদের খেলাটাই খেলতে পারা হবে অসাধারণ ব্যাপার।

আরও পড়ুন: রিয়াল না লিভারপুল, ইউরোপ সেরার মুকুট পরবে কে?

রিয়াল মাদ্রিদ কোচ কার্লো আনচেলত্তি বলেছেন, লিভারপুলের বিপক্ষে ২০০৫ সালে হারতে হয়েছিল আমাকে। আর সম্ভবত সেবারই আমার কোনো দল সেরা পারফরমেন্স দেখিয়েছিল ফাইনালে। তবে আমরা নিজেদের ঝালিয়ে নিয়েছি আর দলের অবস্থায় বেশ সন্তুষ্ট। আমরা আমাদের সেরাটাই আজ দিতে চাই। দেখা যাক, চ্যাম্পিয়ন হবার জন্য সেটা যথেষ্ট হয় কিনা। কারণ, ফুটবলে এমন কিছুই হয়ে যেতে পারে যা আমাদের নিয়ন্ত্রণে থাকে না। আমরা যোগ্য দল হিসেবেই ফাইনালে এসেছি। কিন্তু মান এবং প্রতিভাই শেষ কথা নয়। দল হিসেবে পুরোটা ঢেলে দিলেই কেবল কাঙ্ক্ষিত ফল সম্ভব।

আরও পড়ুন: কে জিতবে চ্যাম্পিয়ন্স লিগ, জানালো ‘ভবিষ্যৎদ্রষ্টা’ কচ্ছপ

/এম ই


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply