কে কী জিতলেন এবারের কানে

|

কানের অফিসিয়াল ওয়েবসাইট থেকে নেয়া ছবি।

গত ১৭ মে শুরু হওয়া কান চলচ্চিত্র উৎসবের ১২ দিনের আয়োজন শেষ হবে শনিবার (২৮ মে) বাংলাদেশ সময় রাত ১১ টায়। লালগালিচায় তারকাদের উপস্থিতি আর কানের মাল্টিপ্লেক্সগুলোতে উপচে পড়া ভিড় এবার জানান দিলো দীর্ঘ দুই বছর পর আবারো প্রাণ ফিরে পেয়েছে কান। এর আগে, শুক্রবার (২৭ মে) রাতে ঘোষণা করা হয় এবারের আয়োজনের ‘আঁ সার্তে রিগা’ বিভাগের বিজয়ীদের নাম।

প্রথমবারের মতো কান চলচ্চিত্র উৎসবে স্থান করে নিয়েছে পাকিস্তানি সিনেমা ‘জয়ল্যান্ড’। পালে দে ফেস্টিভাল ভবনের সাল ডুবুসিতে ‘আঁ সার্তে রিগা’ বিভাগের বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। এ বিভাগে জুরি প্রাইজ জিতে নেয় পাকিস্তানের সিনেমা ‘জয়ল্যান্ড’। নাম ঘোষণার পর পরই পরিচালক সায়েম সাদিককে অভিনন্দন জানানোর হিড়িক পড়ে যায় চারপাশে। বাংলাদেশের নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী সামাজিকমাধ্যম ফেসবুকে সায়েম সাদিককে অভিনন্দন জানান।

পাকিস্তানের ‘জয়ল্যান্ড’ ছাড়াও ‘আঁ সার্তে রিগা’ বিভাগে সেরা সিনেমার পুরস্কার জিতেছে লিজ আকোরা এবং রোমান গিউরের পরিচালনায় নির্মিত ফ্রান্সের সিনেমা ‘দ্য ওর্স্ট ওয়ানস’।

এদিকে, ‘মেট্রোনম’ সিনেমার জন্য সেরা পরিচালকের পুরস্কার জিতে নিয়েছেন রোমানিয়া পরিচালক আলেকসান্দ্রু বেল্ক।

ফিলিস্তিনের সিনেমা ‘মাহা হাজ’ এর জন্য সেরা চিত্রনাট্যের পুরস্কার জিতেছেন মেডিটেরানিয়ান ফিভার। বেস্ট পারফর্মার বা সেরা অভিনয়শিল্পীর ক্যাটাগরিতে করসেজ সিনেমার জন্য পুরস্কার জিতেছেন ভিকি ক্রিপস এবং হারকা সিনেমার জন্য অ্যাডাম বেসা। লোলা কিভোরনের জন্য ফেভারিট অ্যাওয়ার্ড পেয়েছেন রোডিও।

এবারের ‘আঁ সার্তে রিগা’ শাখায় লড়েছে বিশ্বের বিভিন্ন দেশের ২০টি ফিচার ফিল্ম। যার মধ্যে এবারে ‘আঁ সার্তে রিগা’ পুরস্কার উঠেছে লিসা আকোকা ও রোমান গুইরেট এর হাতে, লেস পিরেস সিনেমার জন্য।

এছাড়াও কান চলচ্চিত্র উৎসবের শেষ দিনে রেড কার্পেটে নেচে তাক লাগিয়েছেন অভিনেত্রী ও ল’রিয়্যাল এর অ্যাম্বাসেডর হেলেন মিরেন এবং অ্যান্ডি ম্যাকডোয়েল। এছাড়াও এদিন তারা যোগ দিয়েছিলেন মার্টিনেজ হোটেলের ডিনার পার্টিতে। সমুদ্র সৈকতের পাশেই বসেছিল সে আয়োজন। মূলত নারী পরিচালকদের উৎসাহিত করতেই এই ডিনার পার্টির আয়োজন করেছে ল’রিয়্যাল ব্যান্ড।

এদিকে, ব্রাজিলিয়ান মডেল লাইস রিবেইরো তার স্ট্র্যাপলেস হলুদ গাউন পড়ে দুত্যি ছড়িয়েছেন কানের লাল গালিচায়।

উল্লেখ্য, শনিবার রাত ১১টায় স্বর্ণপাম বিজয়ীর নাম ঘোষণার পরই শেষ হবে এবারের সবচেয়ে মর্যাদাপূর্ণ উৎসব ‘কান চলচ্চিত্র উৎসব’।

/এসএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply