Site icon Jamuna Television

মেডিকেল শিক্ষার্থীদের পেশাগত দক্ষতা বৃদ্ধিতে শজিমেকে আইএফএমএসএ’র কর্মশালা

শজিমেক ক্যাম্পাসে দুই দিনব্যাপী ‘স্কিল স্কুল ২.০: ওয়ার্কশপ কার্নিভাল অ্যান্ড ক্যারিয়ার টেলস’ শীর্ষক এই ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়।

মেডিকেল শিক্ষার্থীদের পেশাগত দক্ষতা বৃদ্ধি ও মানসম্পন্ন চিকিৎসক তৈরিতে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে (শজিমেক) একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৬ মে) ও শুক্রবার (২৭ মে) ইন্টারন্যাশনাল ফেডারেশন অব মেডিকেল স্টুডেন্টস অ্যাসোসিয়েশন, বাংলাদেশ এর (আইএফএমএসএ) উদ্যোগে ‘স্কিল স্কুল ২.০: ওয়ার্কশপ কার্নিভাল অ্যান্ড ক্যারিয়ার টেলস’ নামক দুই দিনব্যাপী এই কর্মশালা অনুষ্ঠিত হয়।

এই কর্মশালায় শজিমেকসহ দেশের বিভিন্ন মেডিকেল কলেজের চারশো’র বেশি শিক্ষার্থী অংশগ্রহণ করেন। কর্মশালায় শিক্ষার্থীদের ইমার্জেন্সি ফার্স্ট এইড অ্যান্ড র‍্যাপিড কেয়ার, কেয়ার অব প্রেগন্যান্সি অ্যান্ড অ্যান্টিন্যাটাল পিরিয়ড, বেসিক লাইফ সাপোর্ট (বিএলএইচ), বেসিক ম্যানেজমেন্ট অব শক অ্যান্ড হাইপোলোজিসেমিয়া, স্ট্রেস ম্যানেজমেন্ট অ্যান্ড মেন্টাল হেলথ ফ্যাক্টস, ম্যানেজমেন্ট অব অ্যাকিউট কার্ডিয়াক অ্যান্ড রেসপাইরেটরি ইলনেসসহ বেশ কয়েকটি বিষয়ের ওপর প্রশিক্ষণ দেওয়া হয়।

এর আগে, গত বৃহস্পতিবার সকালে কর্মশালার উদ্ধোধন করেন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হওয়া শজিমেকের অধ্যক্ষ প্রফেসর ডা. রেজাউল আলম জুয়েল। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শজিমেকের উপাধ্যক্ষ ডা. সুশান্ত কুমার সরকার, শজিমেক হাসপাতালের সহ-পরিচালক ডা. আব্দুল ওয়াদুদ, গাইনোকলজি বিভাগের বিভাগীয় প্রধান ডা. আখতারী হোসেন চৌধুরী, সার্জারি বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ডা. আব্দুস সোবহান ও মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান ডা. হালিমুর রশীদ।

আয়োজকদের মধ্যে ছিলেন- আইএফএমএসএ বাংলাদেশের সভাপতি ডা. মুমতাহিনা ফাতিমা, সহ-সভাপতি (ফান্ড অ্যান্ড লজিস্টিকস) ডা. লুবানা নাসরিন, সহ সভাপতি (ক্যাপাসিটি বিল্ডিং) ডা. নিবরাস ওয়াদুদ খান, সহ পরিচালক (টিএসডি) সাব্বির ওসমানী ও লোকাল কমিটি কো অর্ডিনেটর মোহাম্মদ আরিফ হোসেন।

অনুষ্ঠানের দ্বিতীয় দিনে আইএফএমএসএ বাংলাদেশের সভাপতি ডা. মুমতাহিনা ফাতিমা বলেন, আমরা বিশ্বাস করি একজন ভাল চিকিৎসক হতে হলে তার অবশ্যই নেতৃত্বের গুণাবলি ও সবার সাথে মিলেমিশে কাজ করার ক্ষমতা থাকতে হবে। এই লক্ষ্য থেকেই ২০১৫ সাল থেকে আইএফএমএসএ মেডিকেলের শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধিতে কাজ করে যাচ্ছে।

জেডআই/

Exit mobile version