যে কারণে আধাঘণ্টা দেরিতে শুরু হলো চ্যাম্পিয়নস লিগের ফাইনাল

|

নিরাপত্তাজনিত কারণে প্যারিসে রিয়াল মাদ্রিদ ও লিভারপুলের মধ্যকার চ্যাম্পিয়নস লিগের ফাইনাল যথাসময়ে শুরু করতে পারেনি উয়েফা। নির্ধারিত সময়ের ৩০ মিনিট পর শুরু হয়েছে ঐতিহাসিক এ ফাইনাল ম্যাচ। খবর বিবিসির।

রোববার (২৯ মে) প্যারিসের স্থানীয় সময় সন্ধ্যা ৮টা ও বাংলাদেশ সময় রাত ১টায় শুরু হওয়ার কথা ছিল রিয়াল-লিভারপুলের মধ্যকার ফাইনাল ম্যাচটি। ম্যাচ শুরু হওয়ার আগে অধিকাংশ দর্শকই স্টেডিয়ামে ঢুকতে পারেননি বলে জানা গেছে। আর এ সময় খেলা দেখতে আসা অসংখ্য দর্শককে স্টেডিয়ামের বাইরে সিকিউরিটি ফেন্স টপকে স্টেডিয়ামে ঢোকার চেষ্টা করতে দেখা গেছে।

এক টুইটবার্তায় প্যারিস পুলিশ জানিয়েছে, নির্ধারিত সময়ের ২০ মিনিট পরে ফাইনাল শুরু হবে। ফ্যানদেরকে বিনীতভাবে অনুরোধ করছি স্টেডিয়ামের প্রবেশপথে বিশৃঙ্খলা না করতে।

এমন গুরুত্বপূর্ণ ম্যাচের আগে উয়েফার এমন অব্যবস্থাপনায় বেশ চটেছেন ফুটবল ভক্তরা। ইংলিশ ফুটবল কিংবদন্তী স্যার গ্যারি লিনেকার এক টুইটবার্তায় তিনি লিখেছেন, এরচেয়ে বেশি অপেশাদারিত্বের পরিচয় দেয়া বোধ হয় সম্ভব নয়। এটা খুবই লজ্জার ও বিপদজনক।

/এসএইচ




সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply