নোয়াখালীর বেগমগঞ্জে দিন দিন বাড়ছে কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য। মাদক ব্যবসা, চাঁদাবাজিসহ বিভিন্ন রাজনৈতিক সংঘাতে জড়িয়ে পড়ছে তারা। স্বার্থ হাসিলে খুন করতেও দ্বিধাবোধ করছে না এসব উঠতি তরুণরা। সাম্প্রতিক দুটি হত্যাকাণ্ডের পর আবারও আলোচনায় নোয়াখালীর গ্যাং কালচার।
উপজেলার প্রায় প্রতিটি ইউনিয়নেই গড়ে উঠেছে একাধিক কিশোর গ্যাং। প্রতিটি দলে সদস্য ১৫ থেকে ২০ জন। বেপরোয়া এসব কিশোর গ্যাং খুন করতেও দ্বিধাবোধ করছে না। চাঁদা না পেয়ে সম্প্রতি চৌমুহনী বাজারে প্রকাশ্যে এক ব্যবসায়ীকে ছুরিকাঘাতে হত্যা করে একটি গ্যাংয়ের সদস্যরা। অভিযোগ আছে এসব উঠতি অপরাধীদের নিয়ন্ত্রক স্থানীয় কিছু রাজনৈতিক নেতা।
নোয়াখালী বেগমগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ নাজমুল হাসান জানান, বিভিন্ন সময় অভিযান চালিয়ে আইনের আওতায় আনা হচ্ছে কিশোর গ্যাং সদস্যদের। উদ্ধার করা হচ্ছে অবৈধ অস্ত্র। গ্যাং কালচার নিয়ন্ত্রণে আনতে স্থানীয় জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতাদেরও এগিয়ে আসতে হবে বলেও মনে করেন এই পুলিশ কর্মকর্তা।
/এডব্লিউ
Leave a reply