জৈষ্ঠ্যের খরতাপের মধ্যেও পাহাড়ের প্রকৃতি সেজেছে তার আপন রূপে। কৃষ্ণচূড়া আর সোনালু ফুলে ছেয়ে গেছে খাগড়াছড়ির পথ প্রান্তর। প্রকৃতির নয়নাভিরাম সৌন্দর্যে মুগ্ধ দূর-দূরান্ত থেকে আসা পর্যটকরাও। অকৃত্রিম এই রূপ যেন ঢাকা না পড়ে অপরিকল্পিত উন্নয়নে, প্রত্যাশা স্থানীয়দের।
খাগড়াছড়ির পথ প্রান্তর দেখে স্থানীয়রা তো বটেই, ঘুরতে আসা পর্যটকরাও মুগ্ধ। সিএইচটি আর্কিড সোসাইটির প্রতিষ্ঠাতা সদস্য সাথোয়াই মারমা জানালেন, একসময় এমন রক্তরঙা ফুলের অনেক গাছ ছিল সড়কের দুপাশে, নানা প্রকল্পের কারণে কাটা পড়েছে বেশকিছু।
আগামীতে সবুজায়ন এবং সৌন্দর্যবর্ধন, দুটো বিষয় মাথায় রেখেই প্রকল্প বাস্তবায়ন এবং বৃক্ষরোপনের আশ্বাস দিলেন খাগড়াছড়ি পৌরসভা মেয়র নির্মলেন্দু চৌধুরী।
প্রসঙ্গত, খাগড়াছড়িতে আয়বর্ধক গাছের প্রতি গুরুত্ব দেয়ায় এক দশক ধরে ফুলগাছের চারা রোপন বন্ধ, নেই সামাজিক বনায়ন কর্মসূচিও।
/এডব্লিউ
Leave a reply