দীর্ঘ দুই বছর পর আবার চালু হলো কলকাতা-খুলনা ‘বন্ধন এক্সপ্রেস’। রোববার (২৯ মে) বাংলাদেশ সময় সকাল ৭টা ৪০ মিনিটে কলকাতা থেকে খুলনার উদ্দেশে রওনা হয় একটি ট্রেন। করোনার কারণে এই রুটের রেল যোগাযোগ বন্ধ ছিল দু’বছর।
সকালে ৪টি ফার্স্ট এসি এবং ৪টি চেয়ার কার বগি নিয়ে যাত্রা করে বন্ধন এক্সপ্রেসের ট্রেনটি। এছাড়া জেনারেটর ভ্যান এবং খাবার সরবরাহের জন্য আছে কিচেন বগি। ট্রেনের ধারণ ক্ষমতা ৪৫৬ জন হলেও প্রথম দিন মাত্র ১৯ জন যাত্রী নিয়ে রওনা হয় এটি।
ভোর পাঁচটায় যাত্রীরা চলে আসেন উত্তর কলকাতার চিৎপুর সংলগ্ন স্টেশনে। সেখানে বিএসএফ এবং রেল পুলিশের কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে ট্রেনে প্রবেশ করেন যাত্রীরা। প্রত্যেক যাত্রীর তল্লাশির পাশাপাশি পাসপোর্ট ও ভিসা পরীক্ষা করে অভিবাসন দফতর।
এসজেড/
Leave a reply