বন্যার পানি কমলেও সুনামগঞ্জে আরেক বিপত্তি

|

নানা পানিবাহিত রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছে রোগী।

সুনামগঞ্জ প্রতিনিধি:

বন্যার পানি নেমে যাওয়ার পর সুনামগঞ্জের মানুষ আরেক ভোগান্তির সম্মুখীন। নানা ধরনের পানিবাহিত রোগে আক্রান্ত হচ্ছে এই অঞ্চলের মানুষ। বিশেষ করে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে আসতে শুরু করেছে নানা বয়সী রোগী। চিকিৎসকরা বলছেন, আরও বাড়তে পারে আক্রান্তের সংখ্যা।

জেলার স্বাস্থ্যকর্মীরা জানান, পানিবাহিত রোগে আক্রান্ত অর্ধশতাধিক রোগী চিকিৎসা নিচ্ছেন প্রতিদিন। হাসপাতালের তালিকাও জানান দিচ্ছে বন্যা পরবর্তী এই দুর্ভোগের প্রভাব কতোটা। রোগীর আধিক্যে হাসপাতালে দেখা দিয়েছে শয্যা সঙ্কট। রোগীদের বেশিরভাগই শিশু। স্বজনরা বলছে, বানের পানি নেমে যাওয়ার সাথে সাথে প্রকোপ শুরু হয়েছে পানিবাহিত বিভিন্ন রোগের।

শিশু রোগীর সংখ্যা আরও বৃদ্ধির আশঙ্কা প্রকাশ করে সুনামগঞ্জ সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. সৈকত দাস বলেন, পানিবাহিত রোগ বিশেষ করে ডায়রিয়ার রোগীর সংখ্যা বেড়ে যাচ্ছে। পাশাপাশি বন্যার নোংরা পানিতে চলাচল করার কারণে বিভিন্ন চর্মরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছে মানুষ। বন্যা পরবর্তী ভোগান্তি আরও দীর্ঘ হতে পারে বলে মনে করেন এই চিকিৎসক।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply